ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বরগুনায় ১১ নভেম্বর ইউ পি নির্বাচনে, তিন জনের মধ্যে চলবে সমান লড়াই।

লড়াই হবে ত্রিমুখী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২২  হাজার ৮শ ২৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবেন ১১ নভেম্বরে। এম বালিয়তলী ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ১২ জন সংরক্ষিত সদস‍্য ও ৪৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদের বিপরীতে লড়াই করছেন ৩ জন প্রার্থী। এই তিনজন প্রার্থীর সবাই আওয়ামীলীগ সমর্থনে রাজনীতি করে আসছেন। এর মধ্যে এডভোকেট মোঃ নাজমুল ইসলাম নাসির নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসাবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন বরগুনা জেলা আওয়ামীলীগ ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ বারী বাদল। এছাড়া নির্বাচন করছেন সাবেক ছাত্রলীগ নেতা সতন্ত্র প্রার্থী মোঃ গোলাম সরোয়ার শাহীন। এই তিনজন প্রার্থীর মধ‍্যে ভোটের লড়াই হবে সমানে। তিনজন প্রার্থী ইউনিয়নের তিন এলাকা (সাবেক তিন ওয়ার্ড) থেকে প্রার্থী হওয়ায় তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে আছে। তিন প্রার্থীই তাদের এলাকায় জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন। বরগুনা জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা কাদের। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এম বালিয়াতলী ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস‍্য এম বারী বাদলের নিজ এলাকার পাশাপাশি ব‍্যক্তি ইমেজের কারণে রয়েছে নিজস্ব ভোট ব‍্যাংক। অন‍্যদিকে দলীয় মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র হিসাবে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ গোলাম সরোয়ার শাহীন। গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থেকে সামান‍্য ভোটে হেরে যাওয়ায় এলাকায় তার অবস্থান এবার অনেক ভালো। গোলাম সরোয়ারের জনপ্রিয়তার মূল ছিল তার বাবা বীর মুক্তিযোদ্ধা বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও এই ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান অধক্ষ‍্য মোঃ শাহজাহানের জনপ্রিয়তা। তার বাবা গতবছর মৃত্যুবরণ করায় এবার তার প্রতি মানুষের ভালোবাসার প্রতিদান হিসাবে এম বালিয়াতলী ইউনিয়নবাসী গোলাম সরোয়ার শাহীন কে চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন এমন প্রত‍্যাশা ব‍্যক্ত করেছেন । এদিকে গতকাল বরগুনা প্রেসক্লাব ও বরগুনা সাংবাদিক ইউনিয়নে ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টে স্বজনপ্রীতি করায় সাংবাদিক সম্মেলন করেছেন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম সরোয়ার শাহীন। তিনি সংবাদ সম্মেলন করে বলেন একজন প্রার্থীর শুভাকাংখী ও আত্মীয়দের কে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। এদের নিয়োগ বাতিল করা না হলে সুষ্ঠুভাবে ভোট হবেনা বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। গোলাম সরোয়ার শাহীন মুঠোফোনে সাংবাদিকদের কে বলেন এম বালিয়াতলী ইউনিয়নের মিলন লাকুরতলা সরকারী প্রাথমিক বিদ‍্যালয় ভোট কেন্দ্র, বি এন কলেজ ভোট কেন্দ্র, মাইঠা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, পরীরখাল মাধ‍্যমিক বিদ‍্যালয়, ভোটকেন্দ্র গুলোকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলে তিনি জয়ের ব‍্যাপারে আশা ব‍্যক্ত করেন। একই ভাবে নৌকার প্রার্থী এডভোকেট নাজমুল ইসলাম নাসির মুঠোফোনে বলেন একজন প্রার্থীর শুভাকাংখীদের কে প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করায় আমি আপত্তি জানিয়েছি। তারা নির্বাচনী প্রচরণা কালে তাদের ব‍্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে ঐ প্রার্থীর সমর্থনে পোষ্ট ও শুভকামনা জানিয়েছেন। এদের নিয়োগ প্রদান করা হলে নির্বাচন সুষ্ঠু হবেনা বলে জানান। তিনি আরও বলেন পরীরখাল মাধ‍্যমিক বিদ‍্যালয়, ছোট তালতলী সিটি মাধ্যমিক বিদ‍্যালয়, পালের বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, চালিতাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও জেলখানা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন এসকল কেন্দ্রে পর্যাপ্ত সতর্কতা ব‍্যবস্হাগ্রহণের দাবী করেন। সতন্ত্র প্রার্থী এম এ বারি বাদলের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার রায় বলেন, আমরা অভিযোগ পেয়ে আত্মীয় পরিচয়ে যারা ভোটকেন্দ্রে নিয়োগে করা হয়েছিল তাদের কে বাদ দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং ভোট কেন্দ্র সহ নির্বাচনের আশেপাশের এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর ব‍্যবস্হা গ্রহণ করা হবে। এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রার্থীদের অভিযোগের কারণে যারা প্রার্থীদের আত্মীয় হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আমরা কারও শুভাকাংখীকে নিয়োগ দেইনি। কে কার শুভাকাংখী আমরা তা বলতে পারিনা। নির্বাচনের দিন বিজিবি সহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি নির্বাচনী পরিবেশ বজায় রাখতে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন‍্য বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, এম বালিয়াতলী ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ভিতরে ফোর্স থাকবে এবং বাহিরে ৯টি মোবাইল টিম থাকবে। এছাড়াও ইউনিয়নের সাবেক ৩টি ওয়ার্ডে থাকবে স্পেশাল মোবাইল টিম। উপজেলায় অবস্হান থাকবে আরো ৩টি মোবাইল টিম। বর্তমানে নির্বাচনে পরিবেশ বজায় রাখতে বিশেষ বিশেষ এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ads

Our Facebook Page